Saturday, December 9, 2023

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


নিজস্ব সংবাদদাতা 
উন্নয়ন, শান্তি নিরপেক্ষতার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ শ্লোগানে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের তালে জাতীয় পতাকা উত্তোলন সম্মান প্রদর্শন শেষে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বাসস্টান্ডে দুর্নীতি বিরোধী মানববন্ধন এবং বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে দিবসের আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ শাহ্ রেজাউল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক, সহকারি কমিশনার (ভুমি) মনোনীতা দাস, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সুমি বেগম, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম আরিফ মাহফুজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মনিমোহন বর্ম্মন, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, সদস্য আসাদুজ্জামান শামীম, সহিদার রহমান, রাশেদা বেগম প্রমূখ।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমআর

No comments:

Post a Comment