নিজস্ব সংবাদদাতা
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় এসএসসি ব্যাচ-২০২৪ কে ৩-০ গোল ব্যবধানে পরাজিত করে শেখ রাসেল স্পোর্টিং ক্লাব ভায়ারহাট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সদস্য আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন- টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ।
আমন্ত্রিত অতিথি ছিলেন- অনলাইন প্রেসক্লাব কাউনিয়া সভাপতি মিজানুর রহমান মিজান, তকিপল বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুশান্ত সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সুজিত রায়, সাংবাদিক সাইফুল ইসলাম, জাহিদুল ইসলাম জসিম, জুলহাস হোসেন সোহাগ, যুবলীগ নেতা আরিফুল ইসলাম রোমান, ছাত্রলীগ নেতা মোতালেব হোসাইন, নিশাত মিলহান শিহাব প্রমুখ।
No comments:
Post a Comment