নিজস্ব সংবাদদাতা
বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি প্রতিপাদ্যে বুধবার (২৪ জানুয়ারি) রংপুরের কাউনিয়ায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় অলিম্পিয়াড ও বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজনে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, থানা অফিসার ইনচার্জ মাহফুজার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আরিফ মাহফুজ, উপজেলা সমাজসেবা অফিসার সামিউল আলম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা শিক্ষা অফিসার সায়লা জেসমিন সাঈদ, হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ, কুর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ প্রমূখ।
মেলায় ১৭টি স্টল অংশ নেয়। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিজ্ঞান মেলার স্টল পরিদর্শন করেন।
এমআর
No comments:
Post a Comment