নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ কান্ট্রি অফিসের উদ্যোগে শীতার্ত অসহায় দুঃস্থ নানা শ্রেণীপেশার ৩০০ জন নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার
(২৭ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের সামনে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, উপজেলা হিসাবরক্ষণ অফিসার এসএমএম ছাকলাইন, জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা- বাংলাদেশ কান্ট্রির এডমিন অফিসার মোহাম্মদ মাছুদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীতার্ত মানুষগুলো কম্বল পেয়ে বেজায় খুশি। শীতকে ঘিরে দেশের বিভিন্নস্থানে দরিদ্রদের মধ্যে জাকাত ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ সমাজের সকল মহলে প্রশংসিত হয়েছে।
এমআর
No comments:
Post a Comment