শুক্রবার (০২ ফেব্রুয়ারী) রাত নয়টায় শহীদবাগ পল্লী উন্নয়ন সংঘ আয়োজনে বল্লভবিষু সরাকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার উদ্বোধক ছিলেন- জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আলতাব হোসেন।
সাকি এন্টার প্রাইজের স্বত্বাধিকারী মো. সিরাজুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও শহীদবাগ পল্লী উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ ফিরোজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শহীদবাগ ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. আব্দুর রউফ, হারাগাছ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. মেনাজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনজুম আলী, শহীদবাগ পল্লী উন্নয়ন সংঘের সভাপতি মো. লিটন মিয়া, শহীদবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রেজাউল হক স্বপন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মো. হাফিজুর রহমান প্রমুখ।
No comments:
Post a Comment