নিজস্ব সংবাদদাতা
'মানুষ মানুষের জন্য,
জীবন
জীবনের
জন্য'
শ্লোগানে রংপুরের কাউনিয়া মোফাজ্জল হোসেন
সরকারি
মডেল
উচ্চ
বিদ্যালয়ের এসএসসি
ব্যাচ
উদ্দীপনায়'৯৪
এর
পূর্ণাঙ্গ কমিটি গঠন করা
হয়েছে।
শুক্রবার (০২
ফেব্রুয়ারী) রাতে
তিস্তা
ব্রীজ
চত্বরে
আলোচনা
শেষে
সর্বসম্মতিক্রমে সভাপতি
দিলদার
আলী,
সাধারণ
সম্পাদক রাশেদুল ইসলাম
(অব.বিডিআর) ও সাংগঠনিক সম্পাদক শরিফুল
ইসলাম
শিশিরকে নির্বাচিত করে
২১
সদস্য
বিশিষ্ট দুই
বছর
মেয়াদি
পূর্ণাঙ্গ কমিটি
গঠন
করা
হয়।
সেই
সাথে
কমিটির
উপদেষ্টা মন্ডলীর সদস্য
হিসেবে
১০
জন
নির্বাচিত হয়েছেন।
কমিটির
অন্যরা
হলেন
সহ-সভাপতি আবুল কালাম
আজাদ,
আরিফুল
ইসলাম
সুমন,
যুগ্ম
সম্পাদক শাহিনুর আলম,
কোষাধ্যক্ষ সামিউল
হক,
দপ্তর
সম্পাদক আবু
সুফিয়ান, প্রচার
সম্পাদক শহিদুল
ইসলাম,
কার্যকরী সদস্য
অমরেশ
চন্দ্র,
জগদীশ
চন্দ্র,
নুরুন্নবী মিয়া,
রঞ্জু
মিয়া,
একেএম
ফিরোজ
শাহ,
আখতারুজ্জামান, নজিবুল
ইসলাম,
রামচন্দ্র বর্মন,
মোফাজ্জল হোসেন
রানা,
নয়ন
মিয়া,
জাহাঙ্গীর আলম,
আবুজার
গফফারি।
উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন
আবু
সায়েম,
মোজাহারুল ইসলাম,
আবু
রেজা,
আব্দুল
হান্নান সরকার
রাজু,
তারিকুল ইসলাম,
জগদীশ
চন্দ্র,
হেলাল
উদ্দিন,
কামরুজ্জামান, শাহিন
আলম,
আব্দুল
হাকিম।
এমআর
No comments:
Post a Comment