Thursday, May 9, 2024

কাউনিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল, ভাইস চেয়ারম্যান মনজুদার ও রওশনারা নির্বাচিত


নিজস্ব প্রতিবেদক 
রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক ব্যবধানে আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬০ হাজার ৭৮৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুর রাজ্জাক পেয়েছেন ৪৮ হাজার ৬১৬ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বিশাল ব্যবধানে নির্বাচিত হয়েছেন মো. মনজুদার রহমান মিলন। তিনি ৫৪ হাজার ৯৪৫ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাহমুদুল হাসান পিন্টু পেয়েছেন ১৭ হাজার ৩৭৮ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ৩৯ হাজার ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোছা. রওশনারা বেগম। পদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. আঙ্গুরা বেগম পেয়েছেন ২৪ হাজার ৯৪৬ ভোট।

বুধবার (০৮ মে) উপজেলা ভোটের প্রথমধাপে কাউনিয়ার ৯৩টি কেন্দ্রে ভোট গ্রহণ গণনা শেষে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে রাত পৌঁনে ১১টার দিকে প্রাপ্ত ভোটের বে-সরকারি ফলাফল ঘোষণা করেন- উপজেলা নির্বাচন অফিসার সহকারি রিটানিং অফিসার মো. জিয়াউর রহমান। উপজেলায় মোট ভোটার সংখ্যা লাখ হাজার ৫৪৩ জন।

এমআর

No comments:

Post a Comment