Monday, May 13, 2024

কাউনিয়ায় কৃষকের বসত ঘরের দরজা লাগিয়ে গোয়াল ঘরের গরু চুরি!


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় মীরবাগ মহেশা গ্রামে কৃষক শ্রীকান্ত বর্মণের বসত ঘরের দরজায় হ্যাজবল লাগিয়ে দিয়ে গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা। রোববার (১২ মে) দিবাগত গভীর রাতে গরু চুরির ঘটনা ঘটেছে।

উপজেলার কুর্শা ইউনিয়নের মহেশা (মীরবাগ রেলস্টেশন) এলাকায় কৃষক শ্রীকান্ত বর্মণের বসতবাড়ীর সবকয়টি ঘরের দরজার হ্যাজবল লাগিয়ে দিয়ে গোয়াল ঘর থেকে ১টি গাভী ২টি বকনা গরু চুরি করে নিয়ে যায় চোরেরা।

কৃষক শ্রীকান্ত ভোরে দরজা খুলে ঘর থেকে বাহিরে বের হতে চাইলে দরজা আর খুলতে পারছেন না। একই অবস্থা অন্য ঘরের দরজাতেও পরে চিৎকার করে লোক ডেকে বাইরে থেকে লাগনো দরজার হ্যাজবল খুলে দিলে পরিবারের লোকজন বাহিরে বের হয়ে দেখেন গোয়াল ঘর ফাঁকা সেখানের ৩টি গরু নেই।

ধারনা করা হচ্ছে চোরেরা গরু গুলো চুরি করে পি-কাপ ভ্যান যোগে নিয়ে গেছে। এতে করে কৃষকদের মাঝে গরু চুরি আতঙ্ক বিরাজ করছে। কাউনিয়া থানার ওসি মাহফুজার রহমান বলেন, গরু চুরির কোন অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমআর

No comments:

Post a Comment