Wednesday, May 15, 2024

কাউনিয়ায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকএীকরণ কর্মশালা


নিজস্ব সংবাদদাতা 
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাক প্রত্যাশা প্রকল্প বাস্তবায়নে রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুরে নিরাপদ অভিবাসন বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক ইউনিয়ন পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মে) টেপামধুপুর ইউপি হলরুমে কর্মশালায় ইউপি চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম সভাপতিত্ব করেন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- টেপামধুপুর বালিকা উচ্চ বিদ্যালয় মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হোসেন আলী সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রত্যাশা আলো পত্রিকার সম্পাদক প্রবাস বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক সারওয়ার আলম মুকুল, টেপামধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলী, রিসোর্স পারসন জেলা এমআরএসসি কো-অর্ডিনেটর শাহ্ মো. খায়রুল হাসান।

বক্তব্য দেন- ইউপি সচিব রনজিত চন্দ্র সরকার, ইউপি সদস্য আব্দুল মতিন আবুল কাশেম, সাবেক ব্যাংকার আবু হানিফ, উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোকাররম হোসেন প্রমূখ। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম-মুয়াজ্জিন, ব্যবসায়ি, সাংবাদিকসহ সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর

No comments:

Post a Comment