নিজস্ব সংবাদদাতা
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাক প্রত্যাশা ২ প্রকল্প বাস্তবায়নে রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক ইউনিয়ন পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার
(১৫ মে) টেপামধুপুর ইউপি হলরুমে এ কর্মশালায় ইউপি চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম সভাপতিত্ব করেন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- টেপামধুপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হোসেন আলী সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রত্যাশা আলো পত্রিকার সম্পাদক ও প্রবাস বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক সারওয়ার আলম মুকুল, টেপামধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলী, রিসোর্স পারসন জেলা এমআরএসসি কো-অর্ডিনেটর শাহ্ মো. খায়রুল হাসান।
বক্তব্য দেন- ইউপি সচিব রনজিত চন্দ্র সরকার, ইউপি সদস্য আব্দুল মতিন ও আবুল কাশেম, সাবেক ব্যাংকার আবু হানিফ, উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোকাররম হোসেন প্রমূখ। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম-মুয়াজ্জিন, ব্যবসায়ি, সাংবাদিকসহ সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআর
No comments:
Post a Comment