Thursday, May 30, 2024

কাউনিয়ায় শহীদবাগ ইউপি’র উম্মুক্ত বাজেট ঘোষনা


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে শহীদবাগ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাজেট ঘোষনা সভায় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন- বল্লভবিষু দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ, খোপাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছির উদ্দিন, ইউপি সদস্য সোলায়মান আলী, রোস্তম আলী, রাজু মিয়া, আমিনুল ইসলাম, ফাতেমা বেগম প্রমূখ।

বাজেট সভায় ইউপি সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ি, শিক্ষক, সাংবাদিকসহ সুধীবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় রাজস্ব উন্নয়ন মিলে কোটি ৯৫ লক্ষ ৬৮ হাজার ১৬০ টাকা বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব আবু সাইয়েম।

সময় চলতি অর্থ বছরের আয়-ব্যয় হিসাব পর্যালোচনা শেষে পরবর্তী ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। আগামী অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, কৃষি উন্নয়ন ব্যবস্থাপনা, পয়ঃ নিস্কাশন ড্রেনেজ ব্যবস্থাসহ সামাজিক উন্নয়ন গুরুত্ব পায়।

এমআর

 

 

No comments:

Post a Comment