নিজস্ব সংবাদদাতা
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকের সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন, কাউনিয়া থানার ওসি তদন্ত ফরহাদ হোসেন মন্ডল ও হারাগাছ থানার এসআই সিরাজুল ইসলাম।
আইনশৃঙ্খলাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন- হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল, এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মিটুল, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানসহ অনেকে।
বক্তারা- নির্বিঘ্নে ঈদ উদযাপনে পুলিশ প্রশাসনের নজরদারি বাড়ানো, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গ্রামীন কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা না পাওয়া, বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন ও মাদক, জুয়া, বাজার মনিটরিং ছাড়াও নানা সমস্যা তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনজুদার রহমান মিলন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. সাদিকাতুল তাহিরিণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার প্রমুখ।
সার্বিক বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে এ ছাড়া হাইটেক পার্কের নামে যে বালু উত্তোলন করা হয় সেটিও দেখা হচ্ছে। অবৈধ বালু উত্তোলন ও মাদক জুয়া বন্ধে পুলিশকে কঠোর অবস্থান নিতে হবে।
No comments:
Post a Comment