Wednesday, July 31, 2024

কাউনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন


নিজস্ব সংবাদদাতা
 
জাতীয় মৎস্য সম্পদের উন্নয়ন সংরক্ষণের মাধ্যমে দেশের আপামর জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পুরণ, কর্মসংস্থান সৃষ্টি আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার মাধ্যমে সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসন মৎস্য দপ্তর আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ (৩০ জুলাই থেকে ০৫ আগষ্ট) উদ্বোধন করা হয়েছে।

ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশপ্রতিপাদ্যে বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমূক্তকরণ শেষে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. লোকমান হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রওশনারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আবু মো. মনিরুজ্জামান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোছা. সুমি বেগম, মৎস্যজীবী ভোলারাম, মৎস্যচাষী মেহেদী হাসান, জিহাদ এন্টার প্রাইজ স্বত্বাধিকারী রুহুল আমিন, মৎস্য উদ্যোক্তা পলাশ মিয়া প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. ফারজানা আক্তার সুমি।

পরে উপজেলা পর্যায়ে সেরা কার্পমিশ্র, প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা হিসেবে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, মৎস্যজীবী মৎস্যচাষীসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এমআর

 

 


No comments:

Post a Comment