নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত অন্তর্বতীকালীন সরকারের সার্বিক নির্দেশনা বাস্তবায়নের প্রত্যয় নিয়ে বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের
বিশেষ আলোচনা সভা শেষে বুধবার (১৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের ঘোষনা দেওয়া হয়।
নবগঠিত কমিটির আহ্বায়ক ব্রাহ্মণবাড়িয়ার
নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী আমজাদ হোসেন আশরাফী, সাতজন যুগ্ন আহ্বায়কসহ আলহাজ্ব আব্দুল মজিদ সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটিতে ১২ জন সদস্যের নাম উল্লেখপূর্বক প্রতি জেলা থেকে বাকী একজন করে সদস্য নিয়ে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশনের সদস্য সচিব আলহাজ্ব আব্দুল মজিদ নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণীপেশার মানুষ।
এমআর
No comments:
Post a Comment