Wednesday, October 23, 2024

কাউনিয়ায় ফল বাগান ও ধান প্রদর্শনীসহ কম্পোস্ট প্রকল্প পরিদর্শনে নবাগত কৃষি কর্মকর্তা


নিজস্ব প্রতিবেদক 
রংপুরের কাউনিয়ায় রোপা আমন ধান প্রদর্শনী, মাল্টা লিচু বাগানসহ জৈব সার কম্পোস্ট উৎপাদন প্রকল্প পরিদর্শন করেছেন নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া আকতার।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের নিজদর্পা গ্রামের সফল কৃষি উদ্দ্যোক্তা মো. মামুনুর রশিদ মামুনের ৩৩ শতক জমিতে রাজস্ব খাতের অর্থায়নে রোপা আমন প্রদর্শনী ব্রি ধান-৮৭, এক একর জমিতে মাল্টা লিচু বাগানসহ চর প্রকল্পের আওতায় ট্রাইকোকম্পোস্ট এবং এনএটিপি প্রকল্পের ভার্মি কম্পোস্ট সার উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় ভালো ফলন কম্পোস্ট উৎপাদন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া আকতার বলেন, কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে প্রযুক্তিগত প্রশিক্ষণ পরামর্শ প্রণোদনাসহ উন্নত বীজ আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। উচ্চ ফলনশীল ফসল চাষ জৈব সার ব্যবহারে চাষিদের আগ্রহ বাড়ছে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদে প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে কৃষি বিভাগ কাজ করছে।

পরিদর্শন কালে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. আজমাইন মুজতারী, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, কৃষি উদ্দ্যোক্তা মো. মামুনুর রশিদ মামুন উপস্থিত ছিলেন।

এমআর

 

No comments:

Post a Comment