Thursday, March 20, 2025

কাউনিয়ায় প্রয়াত চারজন সাংবাদিকের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব সংবাদদাতা

রংপুরের কাউনিয়া উপজেলার প্রয়াত চারজন সাংবাদিকের স্মরণসভা এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে অনলাইন প্রেস ক্লাব, কাউনিয়া, রংপুর এই আয়োজন করে। 


স্মরণসভায় প্রয়াত সাংবাদিকবৃন্দের জীবন ও কর্ম এবং এলাকার উন্নয়নে স্থানীয় কর্মরত সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। 


অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং সহসভাপতি জুলহাস হোসেন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক, থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কাউনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া। 


আরও উপস্থিত ছিলেন- যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সরকার মাজহারুল মান্নান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ্ মোবাশ্বারুল ইসলাম রাজু, উপদেষ্টা মনিরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক নিতাই রায়, অনলাইন প্রেস ক্লাবের সি.সহসভাপতি জাহিদুল ইসলাম জসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মনজুরুল আহসান শামীম, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, সাংবাদিক জহির রায়হান, আসাদুজ্জামান আসাদ, মোকছেদ আলী, ইব্রাহিম খলিল, সজীব উদ্দিন, আনন্দ প্রমূখ। 


পরে দোয়া-মুনাজাত শেষে অনলাইন প্রেসক্লাবের পক্ষথেকে মরহুম আবেদ আলী, মরহুম রফিকুল ইসলাম, মরহুম নুরুল হক, মরহুম মোস্তাক আহম্মেদ এর পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন অতিথিবৃন্দ।


এমআর

No comments:

Post a Comment