Saturday, March 22, 2025

কাউনিয়ার হারাগাছে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব সংবাদদাতা

রংপুরের কাউনিয়া উপজেলার  হারাগাছ ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) হারাগাছ ইউনিয়ন যুবদলের আয়োজনে আশরান ইন্টারন্যাশনাল স্কুল মাঠে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- কাউনিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক রকিবুল হাসান পলাশ, হারাগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম, যুগ্ন আহ্বায়ক মনু সরকার, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম, হারাগাছ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহুরুল হক সরকার, সদস্যসচিব আব্দুর রহিমসহ ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

এমআর

No comments:

Post a Comment