নিজস্ব সংবাদদাতা
সারাদেশের ন্যায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে রংপুরের কাউনিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ উপজেলার ১৭ মাদ্রাসা, ৯ ভোকেশনাল শাখা ও ৩৩ মাধ্যমিক বিদ্যালয়ের ৩৪৬৪ পরীক্ষার্থী ৫টি কেন্দ্র থেকে অংশগ্রহণ করছেন।
এর মধ্যে প্রথমদিনে অনুপস্থিত ৩৯ পরীক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আরিফ মাহফুজ জানান, কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির ৯১৪ পরীক্ষার্থীর ১২ ও ভোকেশনালের ১৩৪ পরীক্ষার্থীর মধ্যে ২ জন, কাউনিয়া দ্বিমূখী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির ৪৩৪ পরীক্ষার্থীর মধ্যে ৬ জন, হারাগাছ বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির ৮১৬ পরীক্ষার্থীর ৭ ও ভোকেশনালের ১২৯ পরীক্ষার্থীর মধ্যে ১ জন, দরদী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির ৫৯১ পরীক্ষার্থীর মধ্যে ৫ জন এবং নিজপাড়া আহমাদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে দাখিলের ৪৪৬ পরীক্ষার্থীর মধ্যে ৬ জন অনুপস্থিত হয়েছেন।
তিনি জানান, সরকারি নির্দেশনা মোতাবেক এসব কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান প্রথমদিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। কেন্দ্র গুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক সার্বক্ষণিক তদারকি করেন।
এমআর

No comments:
Post a Comment