নিজস্ব সংবাদদাতা
আগামী ২৩ ও ২৪ মে বগুড়ায় অনুষ্ঠিতব্য সেমিনার ও তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে কাউনিয়া উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সন্ধায় কাউনিয়া উপজেলা যুবদলের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম সভাপতিত্ব করেন।
উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সফিউল আলম মুক্তির সঞ্চালনায প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জেমস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ, শরীফ শামীম হাবু, যুগ্ন সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু, সহসাধারণ সম্পাদক সোহেল রানা, কাউনিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মনু সরকার, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলামসহ উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে বিকালে কাউনিয়া উপজেলা ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ নেওয়াজ জোহা, যুগ্ম আহ্বায়ক আকাশ, জেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম আপেল, কাউনিয়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আলেফনুর প্রমুখ।
এমআর

No comments:
Post a Comment