Thursday, May 29, 2025

কাউনিয়া বালাপাড়া ইউপির উম্মুক্ত বাজেট ঘোষণা

নিজস্ব সংবাদদাতা 

রংপুরের কাউনিয়া উপজেলার ৫নং বালাপাড়া ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা হয়েছে। 


বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে বাজেট ঘোষণা সভায় বালাপাড়া ইউপির সংরক্ষিত মহিলা সদস্য বিউটি বেগম সভাপতিত্ব করেন। 


বক্তব্য রাখেন- ইউপি সদস্য আমীরুল ইসলাম পলাশ, মিজানুর রহমান উকিল, ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম সজরুল, জামায়েত ইসলামীর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, এনসিপির প্রতিনিধি জুয়েল রানাসহ ইউপি সদস্যরা। 


বাজেট সভায় ইউপি সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ি, শিক্ষক, সাংবাদিকসহ সুধীগণ উপস্থিত ছিলেন। 


সভায় রাজস্ব ও উন্নয়ন মিলে ২০২৫-২০২৬ অর্থবছরে ৭ কোটি ৮২ লাখ ৬১ হাজার ২০০ টাকা উন্মুক্ত বাজেট উপস্থাপন করেন বালাপাড়া ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. আবু সাইয়েম। 


যা গত অর্থবছরের চেয়ে ৩৪ লাখ ৩৪ হাজার টাকা বেশি। এ সময় চলতি বছরের আয়-ব্যয় হিসাব পর্যালোচনা শেষে বাজেট নিয়ে উম্মুক্ত আলোচনা করা হয়। 


এবারে বাজেটে আয় ধরা হয়েছে ৭৮২৬১২০০ টাকা আর ব্যয় ধরা হয়েছে ৭৫৯০৪০০০ টাকা এবং উদ্বৃত্ত¡ ধরা হয়েছে ২৩৫৭২০০ টাকা। আগামী অর্থবছরের এ বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, কৃষি উন্নয়ন ব্যবস্থাপনা, পয়নিস্কাশন ও ড্রেনেজ ব্যবস্থাসহ সামাজিক উন্নয়ন গুরুত্ব পেয়েছে। 


এমআর

No comments:

Post a Comment