Thursday, May 29, 2025

কুয়েট ছাত্রদল নেতা ইফাজের উপর হামলার প্রতিবাদে কাউনিয়ায় ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা 

কুয়েট প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ইফাজের উপর হামলার প্রতিবাদে রংপুরের কাউনিয়া কলেজ ও মীরবাগ কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল হয়েছে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে কাউনিয়া কলেজ শাখা ছাত্রদল ও মীরবাগ কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ সমাবেশ হয়। 

মীরবাগ কলেজ ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজীব, মীরবাগ কলেজ  ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান সুহাদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান। 

কাউনিয়া কলেজে বক্তব্য দেন জেলা ছাত্রদল সদস্য আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আলেফনুর প্রমুখ। 

এমআর

No comments:

Post a Comment