Sunday, August 17, 2025

কাউনিয়ায় তিনদিনেও নিখোঁজ শিশু লিমনের সন্ধান মেলেনি

নিজস্ব প্রতিবেদক

রংপুরের কাউনিয়ায় লিমন নামে ৮ বছরের এক শিশু তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। শিশুটির সন্ধান পেতে সবার কাছে দোয়া ও সহায়তা চেয়েছেন পরিবার। 

উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চরগনাই গ্রামের রবিউল ইসলাম ও লাভলী খাতুন দম্পতির একমাত্র ছেলে লিমন। সে গনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। 

জানা গেছে, জীবিকার তাগিদে লিমনের মা-বাবা ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। দাদা-দাদীর হেফাজতেই শিশুটির বেড়ে ওঠা। শুক্রবার (১৫ আগষ্ট) বেলা ১১টার দিকে নিজের অজান্তে লিমন তার ব্যবহৃত বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে সে আর বাড়িতে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজ করে তাকে না পেয়ে তার দাদা আজিজুল ইসলাম পরদিন শনিবার কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। বিভিন্ন থানায় ছবিসহ ম্যাসেজ দেওয়া হয়েছে। 

এমআর

No comments:

Post a Comment