নিজস্ব সংবাদদাতা
উত্তরের জেলা রংপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া কলেজের ইতিহাস বিভাগের প্রধান সহকারি অধ্যাপক মরহুম জাহিদুর রহমান স্মরণে শোকসভা এবং কলেজের অফিস সহায়ক আমজাদ হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) দুপুর ১২টায় কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ মো. ফারুক আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সফিকুল আলম সফি।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রভাষক সরকার আবু ফেরদৌস মো. মহসীন হীরার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- কলেজের উপাধ্যক্ষ জোনায়েদ হোসেন, সহকারি অধ্যাপক মোখলেছুর রহমান, সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম, সহকারি অধ্যাপক আবু আশেক সিদ্দিক পরাগ, সহকারি অধ্যাপক আব্দুল জলিল, সহকারি অধ্যাপক ড. ডেভিড বসুনিয়া, সহকারি অধ্যাপক দেবাশীষ মহন্ত, অফিস সহায়ক নুরু প্রমূখ।
পরে মরহুম জাহিদুর রহমানের স্ত্রী ও অবসরপ্রাপ্ত আমজাদ হোসেনের হাতে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী প্রদান শেষে দোয়া মুনাজাত করা হয়।
এমআর

No comments:
Post a Comment