নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ (১৮ আগষ্ট থেকে ২৪ আগষ্ট পর্যন্ত) উদ্বোধন হয়েছে।
‘অভয়াশ্রম গড়ে তুলি দেশী মাছে দেশ ভরি’ শ্লোগানে সোমবার দুপুর ২টা ৩০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমূক্তকরণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা, সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, বালাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রহিম, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি আশরাফুল ইসলাম, মৎস্যজীবী ভোলারাম, মৎস্যচাষি রুহুল আমিন, পলাশ মিয়া প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) দীপা রানী বিশ্বাস।
পরে উপজেলা পর্যায়ে সেরা কার্পমিশ্র, দেশী প্রজাতি ও রেনু উৎপাদনের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, মৎস্যজীবী ও মৎস্যচাষিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমআর
No comments:
Post a Comment