নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় শারদীয় দুর্গোৎসবে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের লক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দিনব্যাপি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এই বাছাই কার্যক্রম হয়।
বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন- আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম, সার্কেল অ্যাডজুট্যান্ট সাইদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী আকতার, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক তাহেরা সিদ্দিকা এবং প্রশিক্ষক জুয়েল রানা প্রমুখ।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী আকতার জানান, দুর্গোৎসবের পূজামন্ডপে শৃঙ্খলার দায়িত্ব পালনের জন্য সদস্য বাছাইকালে তাদের প্রশিক্ষণ সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও সক্ষমতার ভিত্তিতে স্বচ্ছতার সাথে যাচাই-বাছাই করে নারী-পুরুষ মিলে ৪৪০ জনকে চুড়ান্ত করা হবে।
এমআর

No comments:
Post a Comment