নিজস্ব সংবাদদাতাঃ
সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলার নিভৃত পল্লীর হরিচরণ লস্কর আমেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা/২০২০ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার
(১৯ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি সাখাওয়াত আমিন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভপতি সহকারি অধ্যাপক মোস্তাক আহমেদ, প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রামানিক, অভিভাবক আব্দুল আখের, সাংবাদিক মিজানুর রহমান মিজান, জহির রায়হান প্রমূখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভপতি সহকারি অধ্যাপক মোস্তাক আহমেদ, প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রামানিক, অভিভাবক আব্দুল আখের, সাংবাদিক মিজানুর রহমান মিজান, জহির রায়হান প্রমূখ।
পরে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
-এমআর
Your Affiliate Money Making Machine is waiting -
ReplyDeletePlus, getting it running is as simple as 1--2--3!
Here are the steps to make it work...
STEP 1. Choose affiliate products you want to push
STEP 2. Add some push button traffic (this ONLY takes 2 minutes)
STEP 3. See how the affiliate system explode your list and sell your affiliate products all by itself!
Do you want to start making money?
Click here to check it out