Monday, June 15, 2020

কাউনিয়ায় আরও দু’জন মিলে করোনা আক্রান্ত ১৭ জন


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় আরও দুজন মিলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭ জনে গত শনিবার উপজেলার সারাই ইউনিয়নের সরদার পাড়া এলাকার দিলদার আলী (৬১) ভাসমান হিসেবে দিনাজপুর জেলার ঘোড়াঘাট রাণীগঞ্জ পসিগাড়ি এলাকার আশরাফুজ্জামান (৪৩) এর নমুনায় করোনা ভাইরাস সনাক্ত হয়

ইতোমধ্যে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তকিপল বাজার এলাকায় আব্দুর রহমান আকাশ (৩১), টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামের মিলন (২৪), হারাগাছের পাইকার পাড়া এলাকার শ্যামলী বেগম (২০) সারাই ইউনিয়নের কাচু আলুটারী এলাকার আব্দুল মতিন (৫০) করোনা আক্রান্ত হলেও বর্তমানে তারা সুস্থ হয়েছেন

এছাড়া বালাপাড়া ইউনিয়নের খোপাতী এলাকার আব্দুল গফুর (৫০), নিজপাড়া গ্রামের কোহিনুর বেগম (৪৫) নুরজাহান (২২), তালুক শাহাবাজ গ্রামের প্রেমা রাণী (০৬), গদাই গ্রামের হারুন (৩৪), সারাই ইউনিয়নের আমবাগান এলাকার বাদশা আলম চিনু (৫০) খাবেরুল ইসলাম (৫০), টেপামধুপুর ইউনিয়নের নিজদর্পা গ্রামের আব্দুল হামিদ (৫৬), হরিচরণশর্মা গ্রামের মনিরুল ইসলাম (২৭), কূর্শা ইউনিয়নের মহেশা গ্রামের রিপন রায় (৩০) এবং হারাগাছের মাষ্টার পাড়া বালারঘাট এলাকার আজিজার রহমান (৬৮) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন

গত ১৩ জুন পর্যন্ত কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারাগাছ ৫০ শয্যা হাসপাতালের অধীনে ৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে তারমধ্যে ১৭ জনের করোনা ভাইরাস সনাক্ত হয় এদের মধ্যথেকে সুস্থ হয়েছেন জন এছাড়াও ২২ জনের নমুনার রিপোর্ট অপেক্ষামান রয়েছে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ মীর হোসেন

-এমআর

No comments:

Post a Comment