নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২২ পালন করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পূষ্পস্তবক অর্পণ শেষে ইউএনও মোছা. তাহমিনা তারিনের সভাপতিত্বে শহীদদের স্মরণ সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, ওসি মোন্তাছর বিল্লাহ, ওসি তদন্ত সেলিমুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, প্রধান শিক্ষক আইয়ুব আলী প্রমূখ।
এসময় শহীদ বুদ্ধিজীবী ও মহান মুক্তিযুদ্ধে বীর শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া এবং দিবসের সন্ধ্যায় শহীদবাগে ’৭১-র স্মৃতিময় ভুতছাড়া জুড়াবান্দা ঘুঁঘুঁরথান বধ্যভুমিতে মোমবাতি প্রজ্জ্বালন করা হয়। অনুষ্ঠানে কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমআর
No comments:
Post a Comment