নিজস্ব সংবাদদাতা
কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বানিজ্যমন্ত্রী
বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা তারিন। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান প্রমূখ।
এরআগে দিবসের শুরুতে থানা প্রাঙ্গণে একত্রিশবার তোপতধ্বনি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পূষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে কর্মসুচীর শুভসুচনা ঘটে।
এসময় জাতির শ্রেষ্ঠসন্তান বীর শহীদদের শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ ও প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজ, গণমাধ্যম সংগঠনসহ সর্বস্তরের জনগণ।
এরপর জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের
সংবর্ধনা, কুচকাওয়াজ ও ডিসপ্লে, চিত্রাংকনসহ ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমআর
No comments:
Post a Comment