নিজস্ব সংবাদদাতা
‘সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ প্রতিপাদ্যে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার
(০৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শেষে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও মোছা. তাহমিনা তারিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম আরিফ মাহফুজ, ইউপি চেয়ারম্যান আনছার আলী, জয়িতা মনোয়ারা বেগম, মালতি রাণী প্রমূখ।
অনুষ্ঠানে চারজন সফল জয়িতা নারীকে সনদপত্রসহ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এমআর
No comments:
Post a Comment