Monday, January 2, 2023

কাউনিয়ায় সকলের প্রিয় সাংবাদিক মুন্সী আর নেই


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়া সদরে নিজপাড়া গোপালগঞ্জ এলাকার বাসিন্দা সাবেক স্টেশন মাষ্টার মরহুম ময়েন উদ্দিনের পঞ্চম পুত্র সাংবাদিক দলিল লেখক মোস্তাহারুল ইসলাম মুন্সী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) গত রোববার রাতে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

তার জানাজা নামাজ সোমবার (০২ ডিসেম্বর) বিকেল ৩টায় নিজপাড়ায় নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়। জানাজায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, দলিল লেখকসহ শতশত মানুষ অংশ গ্রহণ করেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে স্ত্রী কন্যা ভাই বোন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি প্রেসক্লাব কাউনিয়ার সদস্য গ্রাম উন্নয়ন সংস্থার কোষাধ্যক্ষ ছিলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানিয়েছেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এমআর


No comments:

Post a Comment