Sunday, January 1, 2023

কাউনিয়ায় ৬৫২৭৪ শিক্ষার্থীর মাঝে বই বিতরণ


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ৬৫২৭৪ শিক্ষার্থীর মাঝে বই বিতরণ উৎসব ২০২২ অনুষ্ঠিত হয়েছে। রোববার পহেলা জানুয়ারী সকালে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণের মধ্যদিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা তারিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম আরিফ মাহফুজ, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, উপজেলা .লীগের যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আইয়ুব আলী আশফিকা বুলবুল পেস্তা প্রমূখ।

সংশ্লিষ্টরা জানান, সরকারি নির্দেশনা মোতাবেক এবারে উপজেলার ৩৪টি মাধ্যমিক ৬টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১২০০১ জন ১৭টি মাদরাসার ৪৫৭০ জন ২৪টি এবতেদায়ীর ৫৯৭৭ জন এবং ১১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫২১০ জন অন্যান্য ১০০টি স্কুলের ১৭৫১৬ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। নতুন বই পেয়ে বেজায় খুশি কোমলমতি শিক্ষার্থীরা।

এমআর

 

 

No comments:

Post a Comment