Saturday, December 31, 2022

কাউনিয়া বালাপাড়া ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়া উপজেলার ৫নং বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলন উদ্বোধন করা হয়।

বালাপাড়া ইউনিয়ন .লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আনছার আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক দিলদার আলীর সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক প্রধান অতিথি ছিলেন উপজেলা .লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা .লীগের সাধারণ সম্পাদক শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা .লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা .লীগের সহ-সভাপতি জয়নুল আবেদীন, আব্দুল জলিল, সাইফুল ইসলাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, জমশের আলী, একেএম জাহাঙ্গীর হাসান প্রমূখ।

সম্মেলনে .লীগ তার সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দ্বিতীয় অধিবেশনে বালাপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এমআর

No comments:

Post a Comment