নিজস্ব প্রতিবেদক
সুন্দর ও মনোরম পরিবেশে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। প্রতিটি ইউনিয়নে ৩ জন ছাত্র ও ৩ জন ছাত্রী এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৩ জন ছাত্র ও ৩ জন ছাত্রী বৃত্তি পাবেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলমসহ সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্র সচিব ও কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা প্রমূখ।
উল্লেখ্য, ২০০৮ সালে সবশেষ এই পরীক্ষা হয়েছিল। পরের বছর ২০০৯ সাল থেকে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালু হলে বাদ হয়ে যায় প্রাথমিকে বৃত্তি পরীক্ষা। সমাপনী পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দেওয়া হতো বৃত্তি। গত দুইবছর করোনার কারণে অনুষ্ঠিত হয়নি প্রাথমিকের সমাপনী পরীক্ষা।
এমআর
No comments:
Post a Comment