Thursday, May 11, 2023

কাউনিয়ায় গরীব কৃষাণীর ধান কাটা-মাড়াই করে ঘরে পৌঁছে দিলো ছাত্রলীগ


নিজস্ব প্রতিবেদক 
শ্রমিক সংকট আর অধিক খরচের কারণে রংপুরের কাউনিয়ায় গরীব কৃষাণীর ধান কাটা-মাড়াই করে ঘরে পৌঁছে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১১ মে) সকালে উপজেলা সদরের হরিশ্বর কলেজপাড়া এলাকায় কৃষাণী সাবিত্রী রাণীর জমির ধান কাটা-মাড়াই করে ঘরে পৌঁছে দেয় কাউনিয়া উপজেলা ছাত্রলীগ।



ধান কাটতে শ্রমিক সংকট এবং কৃষকদের খরচ অধিক হওয়ার কারণেই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা ছাত্রলীগ। কেন্দ্রীয় নির্দেশনায় উপজেলা ছাত্রলীগের আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনী যুগ্ন আহবায়ক জামিল হোসাইনের নেতৃত্বে ছাত্রলীগের অন্তত ৪০ জন নেতাকর্মী ধান কাটা-মাড়াই কর্মসূচিতে অংশ নেয়।


কৃষাণী
সাবিত্রী রাণী বলেন, ‘ধান কাটা নিয়ে মুশকিলে পড়েছিলাম। ছাত্রলীগের ছেলে-মেয়েরা আন্তরিক ভাবে আমার ধান কাটা-মাড়াই করে ঘরে পৌঁছে দিয়েছে।মাঠে ধান যতদিন থাকবে কৃষকদের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম ততদিন অব্যাহত থাকবে বলে জানায় ছাত্রলীগ নেতৃবৃন্দ। ফসলের মাঠে ছাত্রলীগের মহৎ কাজে খুশি কৃৃষকরাও।


এমআর


 

No comments:

Post a Comment