Friday, May 12, 2023

দরিদ্র্য কৃষকের ধান কেটে পৌঁছে দিলো কাউনিয়া উপজেলা ছাত্রলীগ


নিজস্ব সংবাদদাতা 
লাল সবুজের দেশ বাংলাদেশ, যেদিকে দুচোখ জুড়িয়ে যায় সোনালী ধানে। উত্তরাঞ্চলের অধিকাংশ জমির ধান শ্রমিক সংকট ও খরচ বেশী হওয়ার কারণে কৃষকরা যখন অসহায়, ঠিক সেই মূহুর্তে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক রংপুরের কাউনিয়ায় কৃষকের পাশে দাড়িয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

দুর্যোগে সে ধান নষ্ট হওয়ার আগেই ঘরে তুলতে হবে। শ্রমিক সংকটে অল্পসময়ের ধানকাটা নিয়ে দূরচিন্তায় ছিল কৃষকরা। ঘাড়ে গামছা নিয়ে কাঁধেকাধ মিলিয়ে ধান কেটে ঘরে পৌঁছে দিলো কাউনিয়া উপজেলা ছাত্রলীগ।

শুক্রবার (১২মে) সকালে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাকিবুল ইসলাম রিছন, ইমরান মিয়া, সোহেল তানবীর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অন্তত ৪০ জন ছাত্রলীগ নেতাকর্মী উপজেলার কূর্শা ইউনিয়নে পূর্ব চান্দঘাট গ্রামে জনৈক দরিদ্র্য কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে পৌঁছে দিয়েছে তারা।

এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, মাঠে ধান যতদিন থাকবে ততদিন আমাদের কাজও অব্যাহত থাকবে। কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সেবা নিতে পারেন। ধানের মাঠে ছাত্রলীগের নেতৃবৃন্দকে পেয়ে খুশি কৃষকরা। এদিকে ছাত্রলীগের এমন মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজসহ স্থানীয়রা।

anondo

 

 

No comments:

Post a Comment