Tuesday, May 30, 2023

কাউনিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক 
দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয় সহযোগিতায় কাউনিয়া উপজেলা প্রশাসন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার উন্নয়ন, উত্তম চর্চার বিকাশ দুর্নীতি বিরোধী চেতনায় উদ্বুদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩০ মে) বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে প্রতিযোগিতার প্রথমপর্বে নির্ধারিত 'দুর্নীতি নির্মূলের মাধ্যমেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব' বিষয়ের পক্ষে বিপক্ষে পর্যায়ক্রমে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ধর্মেশ্বর মহেশা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং কাউনিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

চূড়ান্ত পর্বে উত্তীর্ণ কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কাউনিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেয়। চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয়বস্তু ছিল 'দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে প্রাতিষ্ঠানিক শিক্ষা অপরিহার্য নয়’।

বিষয়বস্তুর
বিপক্ষে অংশ নিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দলনেতা সুমাইয়া চৌধুরী।

বিচারকমন্ডলীর সভাপতি বরুয়াহাট বিএম কলেজের সহকারী অধ্যাপক কামরুল হুদার সঞ্চালনায় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন, তথ্য আপা অঙ্কনা জাহান, একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ।

প্রতিযোগিতা শেষে কাউনিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ শাহ্ রেজাউল ইসলামের সভাপতিত্বে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (.দা) মনোনীতা দাস। বিশেষ অতিথি ছিলেন দুদক সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক রুবেল হোসেন।

অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সহকারী অধ্যাপক মনিমোহন বর্মন, সহকারী অধ্যাপক আসাদুজ্জামান শামীম, প্রভাষক রাশেদা বেগম, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় নানা পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমআর

 

No comments:

Post a Comment