Tuesday, July 18, 2023

কাউনিয়ায় নিখোঁজ ছাত্রের সন্ধানে মানববন্ধন-বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক 
রংপুরের কাউনিয়ায় নিখোঁজ মাদ্রাসা ছাত্র সাকিবুল হাসান সম্রাট (১৩) এর সন্ধানে মানববন্ধন-বিক্ষোভ সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। সোমবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার কুর্শা ইউনিয়নের বড়ুয়াহাট আরাফাতিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা এলাকাবাসীর ব্যানারে মাদ্রাসার সামনে দুই ঘন্টাব্যাপী মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের বেইলীব্রীজ বাজারে প্রায় একঘন্টা সড়ক অবরোধ করে।

এসময় বক্তব্য রাখেন- নিখোঁজ ছাত্রের মা ছকিনা বেগম, নানা দুলাল মিয়া, উপজেলা .লীগের সাংগঠনিক সম্পাদক জমশের আলী, মাদ্রাসার মোহতামীম হাফেজ মাওলানা আসরাত হোসেন, মাদ্রাসার শিক্ষক ক্বারী মজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য নুরজাহান বেগম, মাদ্রাসার ছাত্র হাফেজ কাজলসহ অনেকেই।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বড়ুয়াহাট আরাফাতিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার হিফজ শাখার ছাত্র সাকিবুল হাসান সম্রাটকে গত জুলাই পূর্বচানঘাট গ্রামের বাবলু মিয়ার ছেলে লাভলু মিয়া ফুঁসলিয়ে নিয়ে যান। খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন প্রতিবেশি লাভলু মিয়া ঈদের ছুটিতে বাড়িতে আসেন এবং ঢাকা যাওয়ার সময় সাকিবুল হাসান সম্রাট তার সাথে যায়। কিন্তু অভিযুক্ত লাভলু মিয়ার দাবী ট্রেনযোগে কমলাপুর স্টেশনে নামার পর সাকিবুল হাসান সম্রাট নিখোঁজ হয়।

ঘটনায় কাউনিয়া থানায় সাধারণ ডায়রী করেন নিখোঁজ সাকিবুল হাসান সম্রাটের মা ছকিনা বেগম। নিখোঁজের নয়দিন অতিবাহিত হলেও সাকিবুল হাসান সম্রাটের কোন সন্ধান না পাওয়ায় হতাশায় রয়েছে পরিবার। নিখোঁজ মাদ্রাসা সাকিবুল হাসান সম্রাটকে দ্রুত উদ্ধার এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবীতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে সড়ক অবরোধে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকের আশ্বাসে উত্তেজিত জনতা শান্ত হয়। এসময় তার সাথে ছিলেন ওসি তদন্ত ফরহাদ হোসেন মন্ডলসহ একদল পুলিশ।

এমআর

 

No comments:

Post a Comment