Sunday, July 16, 2023

কাউনিয়ায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ দাবি আদায়ে একাত্মতা


নিজস্ব সংবাদদাতা 
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তালা ঝুলানো কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করেছে রংপুরের কাউনিয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষকবৃন্দ।

রোববার (১৬ জুলাই) কিছু শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলানো হলেও কিছু প্রতিষ্ঠান তালা না ঝুলিয়ে প্রতিষ্ঠান চালু রাখেন।

কারণে কাউনিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা রোববার দুপুরে উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে
বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক তৈয়বুর রহমান, ফাকের সরকার, রেজাউল করিম, আশরাফুল আলম, মিনহাজুল ইসলাম, রমজান আলী, তোজাম্মেল হক, আতাউর রহমান মানিক, নুর মোহাম্মদ, আশরাফুল ইসলাম, পরিমল চন্দ্র, গোলাম মোস্তফা গোলাপ প্রমূখ।

সভায় কেন্দ্রীয় সিদ্ধান্ত ব্যতীত সোমবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কাউনিয়ার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তালা ঝুলানোর কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এমআর

 

No comments:

Post a Comment