Monday, August 14, 2023

কাউনিয়ায় ভেজাল সার জব্দ, দুই ব্যবসায়ির জরিমানা


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় সারের নমুনা বিশ্লেষণে ভেজাল প্রমাণিত হওয়ায় দুই সার ব্যবসায়ির দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৪ আগষ্ট) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হকের নেতৃত্বে হারাগাছ এলাকায় সোনাতন ডোবারপাড়ে মেসার্স বাবুল ট্রেডার্স এবং সিদ্দিক বাজারে মেসার্স লাকী এন্টারপ্রাইজ উভয় সার ব্যবসায়ির এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

সময় সাথে ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্লোল কিশোর সরকারসহ একদল পুলিশ।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা সারের নমুনা বিশ্লেষণে মানহীন প্রমাণিত হওয়ায় তাদের জরিমানা করা হয়েছে। অভিযানে জব্দকৃত জিংক সার ৯৭ কেজি, অণুখাদ্য ১০ লিটার, উদ্ভিদ হরমোন ৭০ কেজি, বালাইনাশক দানাদার ১৫ কেজি তরল ২০ লিটার ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়।

এদিকে ভেজাল সার বিক্রি, সারের আকস্মিক মূল্যবৃদ্ধি কৃত্রিম সংকট যেন কেউ তৈরি করতে না পারে সেদিকে নজরদারি এবং অভিযান অব্যাহত রাখার দাবী স্থানীয় কৃষকদের।

এমআর

 

No comments:

Post a Comment