Tuesday, August 15, 2023

কাউনিয়ায় জাতীয় শোক দিবস পালিত


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় যথাযোগ্য মর্যাদায় সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

১৫ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন, নিরবতা পালন দোয়া করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন শেষে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে ইউএনও মো. মহিদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- এসিল্যান্ড মনোনীতা দাস, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সিঞ্চিতা রহমান, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, ওসি মোন্তাছের বিল্লাহ্, ওসি তদন্ত ফরহাদ হোসেন মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ প্রমূখ।

পরে দিবসের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর

No comments:

Post a Comment