Tuesday, August 15, 2023

কাউনিয়া কলেজে জাতীয় শোক দিবস পালিত


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া কলেজে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে কলেজ শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন, নিরবতা পালন দোয়া করা হয়।

কলেজ হলরুমে ১৫ আগষ্টের স্মরণ সভায় অধ্যক্ষ মো. ফারুক আজমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম।

বক্তব্য রাখেন- সহকারি অধ্যাপক আব্দুল জলিল, সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম, সহকারি অধ্যাপক আবু আশেক সিদ্দিক পরাগ, প্রভাষক সরকার আবু ফেরদৌস মো. মহসীন হীরা, প্রভাষক আবু আহসান সিদ্দিক পল্লব প্রমূখ।

পরে কবিতা আবৃত্তি, বক্তৃতা, হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমআর

No comments:

Post a Comment