Tuesday, August 22, 2023

কাউনিয়ায় ২ খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ৩৫ হাজার টাকা জরিমানা


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

সোমবার (২১আগস্ট) অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুত খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ দন্ডে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা মোতাবেক উপজেলার মীরবাগ বাজারে সায়েম বেকারীর হাজার টাকা এবং শহীদবাগের সাব্দী গ্রামে আরিফা ফুড প্রোডাক্টকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন দন্ডের একই আইনের ৪৩ ধারায় ১৫ হাজার টাকা পণ্যের নকল প্রস্তুত বা মোড়কের নকল করা এবং উৎপাদন দন্ডে ৫০ ধারায় ১৫ হাজার মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আজহারুল ইসলাম জানান, খাদ্য উৎপাদনকারী ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এরআগে
কাউনিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে সচেতনতামূলক প্রচার প্রচারণা চালানো হয়।

এমআর

No comments:

Post a Comment