Tuesday, August 22, 2023

ঝুঁকি নিয়েই চলাচল! কাউনিয়ায় অরক্ষিত ১১টি রেল ক্রসিং এখন মরন ফাঁদ


মিজানুর রহমান, কাউনিয়া 
ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী কাউনিয়া রেলওয়ে জংশন ষ্টেশন উত্তর জনপদের অন্যতম রেল যোগাযোগ মাধ্যম। জনপ্রিয় রেল পথে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম লালমনিরহাটসহ রংপুর বিভাগের আট জেলার মানুষ রাজধানী ঢাকা ছাড়াও দেশের নানা প্রান্তে যাতায়াত করেন।

প্রতিদিন কাউনিয়া রেলওয়ে জংশন ষ্টেশন দিয়ে ১০টি আন্তঃনগর ট্রেন মিলে ২২টি ট্রেন চলাচল করছে। নিরাপদ রেল ভ্রমনের ট্রেন যাতায়াত সড়কে অন্তত ১১টি রেল ক্রসিং এখন মরন ফাঁদ।

রেল ক্রসিং গুলোর রাস্তা দিয়ে দিন-রাত বিভিন্ন যানবাহন, মানুষ গবাদী পশু চলাচল করলেও রেল ক্রসিং গুলোতে নেই রেলওয়ে কর্তৃপক্ষের কোন পাহারাদার বা গেটম্যান। এছাড়া রেল ক্রসিং ঘেঁষে গড়ে ওঠা অবৈধ দোকানপাট স্থাপনা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে বেশী, যেন দেখার কেউ নেই!

সম্প্রতি রেল দুর্ঘটনায় কাউনিয়া তকিপল হাট রেল ক্রসিংয়ে ট্রেন-অটোচার্জার সংঘর্ষে অটো দুমড়েমুচড়ে চালকের মর্মান্তিক মৃত্যু ঘটে। কাউনিয়া থানা রেল ক্রসিং, গের্দ্দ বালাপাড়া রেল ক্রসিং, খোপাতী তপসীডাঙ্গা রেল ক্রসিং, পাঞ্জরভাঙ্গা রেল ক্রসিং, শহীদবাগ রেল ক্রসিং, বুদ্ধির বাজার বাঁধের রাস্তা রেল ক্রসিং, মহেশা রেল ঘুন্টি, মৌল রেল ক্রসিং, বল্লভবিষু রেল ক্রসিংয়ে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা আর প্রাণহানী।

এসব অরক্ষিত রেল ক্রসিং এখন মানুষ গবাদী পশুর মরণ ফাঁদে পরিনত হয়েছে। এব্যাপারে রেল কর্তৃপক্ষ সম্পূর্ণ নিরব-নিশ্চুপ তবুও ঝুঁকি নিয়েই চলাচল!

এ সংক্রান্তে অনেকবার সংবাদ প্রচার হলে সংশ্লিষ্টরা আশারবাণী শুনালেও কাজের কাজ কিছুই হয়নি। এ নিয়ে কয়েকবার উপজেলা মাসিক সভায় দ্রুত কার্যকরী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষকে জানানো হলেও পাওয়া যায়নি এখনো কোন ভাল ফল।

কাউনিয়া রেলওয়ে জংশন ষ্টেশন মাস্টার হোসনে মোবারক জানান, ষ্টেশনে ৪১ জন জনবলের বিপরীতে চুক্তিভিত্তিকসহ ২৮ জন দায়িত্ব পালন করছেন। জনবল সংকটের বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষ অবগত আছে।

লালমনিরহাট বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব জানান, রেলের উচ্ছেদ অভিযান একটি চলমান প্রক্রিয়া। রেল ক্রসিং ঘেঁষে অবৈধ দোকানপাটসহ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হবে।

এলাকাবাসী
বলছেন, এভাবেই কতদিন থাকবে অরক্ষিত এসব রেল ক্রসিং? তবে কী একের পর এক ঘটবে দুর্ঘটনা আর ঝড়বে প্রাণ!

No comments:

Post a Comment