Tuesday, August 22, 2023

কাউনিয়ায় ৩১টি নিষিদ্ধ রিং জাল জব্দ


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রায় লক্ষ ৫৫ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিট্রেট মো. মহিদুল হক উপজেলার বালাপাড়া ইউনিয়নের গোপিডাঙ্গা, মৌলভীবাজার আরাজি হরিশ্বর এলাকায় অভিযান চালিয়ে ১শ ফিট করে ৩১টি নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল জব্দ করেন। 

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. ফারজানা আক্তার, ক্ষেত্র সহকারি মো. আশরাফুল ইসলাম, ইউপি সদস্য মো. আনোয়ার হোসেনসহ একদল পুলিশ। 

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, বিধিনিষেধ না মেনে অসাধু ব্যক্তিরা উপজেলার বিভিন্ন এলাকার নদী-নালা, খাল-বিল জলাশয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জালে মাছ শিকার করে আসছেন। নিষিদ্ধ জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে। মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিষিদ্ধ রিং জালের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে। 

পরে জব্দকৃত এসব জাল তিস্তা রেল সেতুর নিচে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। মৎস্য দপ্তরের অভিযানকে সাদুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

এমআর

No comments:

Post a Comment