Saturday, December 30, 2023

কাউনিয়ায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়া রেলওয়ে জংশন স্টেশনে ইঞ্জিন পরিবর্তনের সময় দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কাউনিয়া রেলওয়ে স্টেশনের পূর্ব ক্যাবিনে ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া রেলওয়ে স্টেশন মাস্টার হোসনে মোবারক জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি কাউনিয়া স্টেশনে পৌঁছার পর ইঞ্জিন পরিবর্তনের সময় লাইনচ্যুতের ঘটনা ঘটে। ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। লাইনচ্যুত ইঞ্জিন লাইনে তুলতে কাজ করে রেলওয়ের সংশ্লিষ্টরা। সেই সাথে স্টেশনের সাইড লাইনে ঘটনাটি ঘটায় ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে দিন কয়েক আগেও একই স্থানে ইঞ্জিনসহ ২টি বগি লাইনচ্যুত হয়েছিল। ফলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের দাবী যাত্রী সাধারণের।

এমআর

 

No comments:

Post a Comment