Thursday, February 15, 2024

কাউনিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ২৬


নিজস্ব প্রতিবেদক 
রংপুরের কাউনিয়ায় চলতি বছরের এসএসসি, দাখিল ভোকেশনাল পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় ২৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আরিফ মাহফুজ জানান, উপজেলার ৫টি পরীক্ষা কেন্দ্রে এসএসসিতে ১৯ ভোকেশনালের ০৩ এবং দাখিলে ০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি। সরকারি নির্দেশনা মেনে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে বাংলা প্রথমপত্র পরীক্ষায় ৩ হাজার ৩২৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

তিনি জানান, এবারে নিয়মিত অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে ৩ হাজার ৩৫১ জন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক সার্বক্ষনিক পরীক্ষা কেন্দ্রগুলো তদারকি করেন।

এমআর

 

No comments:

Post a Comment