নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় বাসের ধাক্কায় লেবু মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে নয়টার দিকে আর-কে রোডের মীরবাগ বিজলের ঘুন্টি মেনাজের চাতালের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল যোগে লেবু মিয়া তার খালাতো ভাইসহ রংপুর থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে মেনাজের চাতালের সন্নিকটে পৌঁছালে বিপরীত দিকের ঢাকাগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মৃত লেবু মিয়া কুড়িগ্রামের খেজুরের তল পশ্চিম মুন্সিপাড়া গ্রামের রাজু মিয়ার ছেলে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমআর
No comments:
Post a Comment