নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় অবৈধ মজুদ বিরোধী অভিযানের ধারাবাহিকতায় লাইসেন্স বিহীন ব্যবসা করার দায়ে উপজেলার হারাগাছ পৌরসভার পাইকার বাজারে মেসার্স হারুন ট্রেডার্সকে ৬ হাজার এবং মেসার্স নাজমুল স্টোরের ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারী) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, ইন্সপেক্টার মাহামুদুল হাসান তমাল, শিল্পি রানী জাজয়ালসহ একদল পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক জানান, অবৈধ মজুদ বিরোধী অভিযান এবং বাজার মনিটরিং কল্পে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
এমআর
No comments:
Post a Comment