নিজস্ব সংবাদদাতা
রংপুরের
কাউনিয়ায় ধান ও চাল মজুদ বিরোধী অভিযান চালিয়ে ২ মজুদকারী ব্যবসায়ীর ১৬ হাজার টাকা
অর্থদন্ড আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৭ ফেব্রুয়ারী) উপজেলার তকিপল হাটে
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ রায় দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী
অফিসার মো. মহিদুল হক।
ভ্রাম্যমাণ
আদালতের পেশকার ফারুক হোসাইন জানান, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, সংরক্ষণ, পরিবহন, সরবরাহ,
বিতরণ ও বিপনন ( ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন ২০২৩ এর ৩ (ঘ) ধারায় বালাপাড়া ইউনিয়নে
তকিপল হাটের ব্যবসায়ী মো. নুরুল হক ৬ হাজার টাকা এবং মো. গোলাম হোসেনের ১০ হাজার টাকা
অর্থদন্ড করা হয়।
ভ্রাম্যমান
আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, ইন্সপেক্টার
মাহামুদুল হাসান তমাল, শিল্পি রানী জাজয়াল, এসআই ওসমান গনি সঙ্গীয় একদল পুলিশ। উপজেলা
নির্বাহী অফিসার মো. মহিদুল হক জানান, ধান ও চাল মজুদ বিরোধী এবং বাজার মনিটরিং কল্পে
উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
এমআর
No comments:
Post a Comment