নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় বীর মুক্তিযোদ্ধা (অব. বিডিআর) আব্দুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রোববার (০৪ ফেব্রুয়ারী) দুপুরে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিদুল হক তাঁর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় কাউনিয়া থানার ওসি তদন্ত ফরহাদ হোসেন মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
এর আগে জানাজা নামাযে বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ নানা শ্রেণীপেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান গত শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত চিকিৎসাধীনবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সত্তরোর্ধ্ব এই মুক্তিযোদ্ধা মৃত্যুকালে তাঁর স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। পরে উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এমআর
Sunday, February 4, 2024
কাউনিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment